চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা
চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌর বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করেছে। ১৯জুন শনিবার সকালে ঐ যুবক তার বাড়ির একটি দোচালা ঘরের আড়ার সাথে সৌর বিদ্যুতের তার গলায় পেচিয়ে আত্মহত্য করে।আফজাল ঐ গ্রামের বাসিন্দা শেখ ছালামের ছেলে।

ঘটনার বিবরনে তার প্রতিবেশী আসলাম মন্ডল জানায় আফজাল ঢাকায় এক ডগইয়ার্ডে কাজ করত। সে দুটি বিবাবহ করেছে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ঢাকা থেকে একটি মেয়েকে বিবাহ করে বাড়ি নিয়ে আসে আফজাল।সম্প্রতি আফজালের ২য় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বই সেঘটনার দিন সকালে আফজাল তার ভাবীর নিকট খাবার খেতে চায়। কিছুসময় পর তার ভাবী খাবার নিয়ে এসে দেখে আফজাল ঘরের ভেতর উপর হয়ে পরে আছে ও আড়ার সাথে সৌড় বিদ্যুতের তার ঝুলছে।

আত্ম্যহত্যার বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃজাকারিয়া হোসেন বলেন “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্ধার দিকে থানায় নিয়ে আসা হয়।ছেলেটির পরিবারের সদস্য ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় প্রাথমিকভাবে পরিক্ষা নিরিক্ষা শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে” এছাড়া এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান থানার এই কর্মকর্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d