দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।রোববার (২০ জুলাই) বিকেলে নজিপুর পাবলিক মাঠে আয়োজিত এই সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বায়েজিদ রায়হান শাহীন।
দুইটি সাংগঠনিক সম্পাদক পদের জন্যও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আকিব জাবেদ মিজান এবং আব্দুল্লাহ আল মাসুম।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক দশক পর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
সম্মেলনে সভাপতিত্ব করেন নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক ছনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, সদস্য মাসুদ হাসান তুহিন এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল।
নওগাঁ জেলা বিএনপির আওতাধীন ১১টি উপজেলা ও ৩টি পৌরসভা—মোট ১৪টি ইউনিটের মধ্যে নজিপুর পৌর বিএনপির সম্মেলনের মাধ্যমে সবকটি ইউনিটের সম্মেলন সম্পন্ন হলো বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দল পুনর্গঠন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্মেলনকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও।
Leave a Reply