Uncategorized

এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা

এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা ব্রাসিলিয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে লিওনেল মেসিকে নিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে, আলেহান্দ্রো বিস্তারিত

Vote Demo Testing

[ays_poll id=3] আপনার মূল্যবান ভোট প্রদান করেছেন। গণ টিভির সাথে থাকার জন্য বিস্তারিত

রাতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ


ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর তদন্তে নেমেছে পুলিশ। খবর ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র।

জানা যায়, গত ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারে মূল্য ১ হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পুলিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দু’টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনও গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে কংগ্রেস সরকার।

সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

ভারতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ

রাতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা বিস্তারিত

মুসলিম ভাইয়েরা, আল্লাহপাকের কাছে যে বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যেগুলোর কারণে বান্দার সব আমল বাতিল করে দেন, এসবের অন্যতম হচ্ছে—দ্বীন ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হাসি-তামাশা করা। শুধু কি আমল বাতিল হয়ে যাওয়া, বরং কোনো কোনো কথা ও ঠাট্টা তো আপনাকে ইসলাম থেকে বের করে দেবে আপনার অজান্তে।
.
নামাজ না পড়া গোনাহের কাজ, কিন্তু নামাজ বা নামাজিদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা তামাশা করা কুফুরি। মুনাফেকদের প্রথম পরিচয় ছিল, তারা মুসলমানদের নিয়ে হাসি-তামাশা করত, তাদের বোকা ভাবত। আল্লাহপাক তাদের ধমক দিয়ে বলেছেন, ‘তারাই বোকা অথচ নিজেরা তা জানে না।’ (সূরা বাকারা-১৩)
.
ইমাম ইবনে কুদামাহ লিখেছেন, যে আল্লাহকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় গালি দিল, কিংবা যে আল্লাহ বা তাঁর রাসুল কিংবা দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করল, সে কাফের হয়ে গেল। (আল মুগনি)
.
ইমাম নববী বলেন, স্বেচ্ছায় কিংবা কেউ যদি স্পষ্টভাবে এমন কোনো কথা বলে যা আল্লাহ ও তাঁর রাসুলের কোনো বিধানকে তুচ্ছ করে, তা অবশ্যই কুফুরি। ইমাম কুরতুবি লিখেছেন, মজা করার জন্য হোক বা সত্যি সত্যি হোক, ইসলামের কোনো সাধারণ বিষয় নিয়ে হাসি-তামাশা করা কুফুরি। এতে কারও দ্বিমত নেই।
.
ইমাম ইবনে তাইমিয়া বলেন, দ্বীনের যে কোনো স্পষ্ট বিষয় নিয়ে ঠাট্টা করা কুফুরি। যে এমন করল তার ঈমান ধ্বংস হয়ে কুফুরিতে পরিণত হলো।

তাই কোনো একজন সাধারণ মানুষ, যে দাড়ি রেখে দ্বীনের ওপর চলতে সচেষ্ট, অথবা টাকনুর উপর কাপড় পরিধান করেন, যে নারী বোরকায় নিজেকে আবৃত রেখে চলতে চান, তাকে যদি এ কারণে কেউ তুচ্ছ ভাবে কিংবা অন্য দৃষ্টিতে দেখে, তবে নিশ্চয়ই বিষয়টি গিয়ে দ্বীনের সীমারেখা পর্যন্ত পৌঁছে, যা অত্যন্ত ভয়ানক বিষয়। অনেক নামাজি মানুষ কিংবা দাড়িওয়ালা সাধু হয়তো অপকর্মে লিপ্ত, তাই বলে তো আর ইসলাম ধর্মকে গালমন্দ করা বৈধ হয়ে যায় না, এটি তার স্বভাবের দোষ, নামাজ কিংবা আমলের এতে কী? যত্তসব ভন্ড এই জুব্বা টুপি আলা! হটাত আবার মৌলবী সাজলি কেন!
.
অহরহ পথে-ঘাটে এসব বিষয় নিয়ে ‘মশকরা’ করে মানুষ নিজের অজান্তেই তার দ্বীন থেকে বহিষ্কৃত হয়ে যায়, সামান্য ‘বিদ্রূপে’ শেষ হয়ে যায় তার এতদিনের সব নেক আমল। তাই আজ থেকে সব বিষয় নিয়ে হাসি-তামাশা নয়, ইসলাম এবং এর সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য নয়, সামান্য একটু হাসির জন্য নিজের সব ঈমান-আমল বিকিয়ে দেয়া কোনো সচেতন বুদ্ধিমানের কাজ হতে পারেনা। তাই আসুন, এই নিন্দনীয় কাজ-কর্ম থেকে নিজেরাও বেঁচে থাকি, অন্যকেও বাঁচিয়ে রাখি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমীন!

যে তামশায় সব হারাবেন

মুসলিম ভাইয়েরা, আল্লাহপাকের কাছে যে বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যেগুলোর কারণে বান্দার সব আমল বাতিল করে দেন, এসবের অন্যতম হচ্ছে—দ্বীন ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হাসি-তামাশা করা। বিস্তারিত

জীবনবাজি রেখে জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে যুদ্ধের ক্ষতচিহ্ন শরীরে নিয়ে ফিরে এসেছিলেন বীরসেনানীরা। তবে স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ সময়ে চাওয়া-পাওয়ার হিসাব মিলল কতটুকু? প্রশ্ন থেকেই যায়।

নতুন খবর হচ্ছে, আগামী জুলাই মাস থেকেই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রবিবার (২০ জুন) নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন।

মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে সব বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার কাজও চলমান রয়েছে। মন্ত্রী এ সময় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান।

 

আগামী মাস থেকে মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার টাকা

জীবনবাজি রেখে জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে যুদ্ধের ক্ষতচিহ্ন শরীরে নিয়ে ফিরে এসেছিলেন বীরসেনানীরা। তবে স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ সময়ে চাওয়া-পাওয়ার হিসাব মিলল কতটুকু? প্রশ্ন থেকেই যায়। নতুন খবর হচ্ছে, বিস্তারিত

ছবির মানুষটির নাম ওমর ফারুক। বয়স ৫৪ বছর। তিনি একজন নওমুসলিম। শুধু নওমুসলিম নন, তিনি একজন ইমাম। শুধু ইমাম নন, তিনি একাধারে ৩০ টি পরিবারকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাননি, তাদের নামাজ ও দ্বীন শিখার জন্য নিজের জায়গায় মসজিদ গড়ে তুলেছেন।

বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার গহীন পাহাড়ী এলাকা তুলাছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা ওমর ফারুক। তিনি পাহাড়ী ত্রিপুরা উপজাতির লোক। তাঁর পূর্ব নাম পূর্ণচন্দ্র ত্রিপুরা। গোত্রের সকলে যখন খৃস্টান ধর্ম গ্রহণ করছে, সে সময়ে একাকী ২০১৪ সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলামের আলো আশেপাশের আরো কয়েকটি গ্রামে ছড়িয়ে দিয়েছেন। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা তাঁকে বহুদিন ধরে হুমকী দিয়ে আসছে। গত শুক্রবার এশার নামাজের পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ তিনি শহীদ হয়েছেন। হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।

মুসলিম প্রধান দেশের একজন ইমামকে দেশের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক হত্যা করা হলো অথচ মূল ধারার উল্লেখযোগ্য মিডিয়ায় সংবাদটি এখনো পর্যন্ত আসে নাই ! পার্বত্য অঞ্চলে ইসলামের উত্থান ঠেকাতে মরিয়া হয়ে উঠা সকল সন্ত্রাসীদের অবিলম্বে নির্মুল করতে না পারলে দেশের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে যাবে।

তাই শহীদ ওমর ফারকসহ পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হাতে নিহত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি তুলুন। নিরস্ত্র মানুষের নিরাপত্তার জন্য পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি তুলুন।

ইমামকে গুলি করে হত্যা

ছবির মানুষটির নাম ওমর ফারুক। বয়স ৫৪ বছর। তিনি একজন নওমুসলিম। শুধু নওমুসলিম নন, তিনি একজন ইমাম। শুধু ইমাম নন, তিনি একাধারে ৩০ টি পরিবারকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাননি, বিস্তারিত

ছবি- সংগ্রহিত

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে অজ্ঞাতনামা পাগলীর পেটে বাচ্চা, পাগলীর সাথে মেলামেশা কালে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেলো বড় ভেটখালী গ্রামের, ওজি মোড়লের  এর পুত্র আইয়ুব আলী (৩৫)। ঘটনা সুত্রে জানা যায় অজ্ঞাতনামা ওই পাগলী গত ১ বছর যাবত ছোট ভেটখালী গ্রামে ঘোরাফেরা করে এবং রাত্রেতে  ছোট ভেটখালী ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষের থাকে। এক পর্যায়ে গত এক মাস আগের পাগলীর পেটে বাচ্চা এলাকাবাসীর নজরে আসে এবং এলাকার কিছু লোক পাগলীর ওই থাকার জায়গায় পরিত্যক্ত স্কুলের দিকে নজর রাখে যাহাতে পাগলীর পেটের বাচ্চার হুদিস মেলে কিনা। গত ১৭/৬/২০২১ তারিক দিবাগত রাত্রে বন্যার কারণে স্কুলের পাশে খালে মাছ ধরা এলাকাবাসীরা ওজি মোড়লের পুত্র আইয়ুব আলীকে  ওই স্থানে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়, রাত্রে আনুমানিক ৯ টার দিকে বড় ভেটখালী গ্রামের, বাশাড়,হায়বুর, আব্দুল্লাহ, সহ কয়েকজন অতি গোপনে পাগলীর বাসস্থান ইস্কুল পরিত্যক্ত ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় পাগলীর সাথে ধরে ফেলে ওজি মোড়লের   পুত্র আইয়ুব আলীকে। ধরার পরে এলাকার লোকজন সহ সবাই মিলে মানুষ রুপে জানোয়ার আইয়ুব আলী সহ ওই পাগলি কে, শ্যামনগর থানা পুলিশের হাতে প্রেরণ করেন। এ ব্যাপারে ১৮/৬/২০২১ তারিকে ছোট ভেটখালী গ্রামের মৃত আরশাদ আলীর পুত্র আব্দুল জলিল বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং২৬ মানুষ রুপি জানোয়ার আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাগলী ধর্ষণকারী আইয়ুব আলী ও পাগলিকে আইন অনুযায়ী সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়।

শ্যামনগরে গর্ভবতী পাগলীকে ধর্ষন

  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে অজ্ঞাতনামা পাগলীর পেটে বাচ্চা, পাগলীর সাথে মেলামেশা কালে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেলো বড় ভেটখালী গ্রামের, ওজি মোড়লের  এর পুত্র বিস্তারিত

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩