শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধনে ছাত্র-ছাত্রী অভিভাবক
শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধনে ছাত্র-ছাত্রী অভিভাবক

শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধনে ছাত্র-ছাত্রী অভিভাবক

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল আচর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে শিক্ষকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ ঘটিকা সময় স্কুল চত্বরে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে চাম্পাফুল আচার্য প্রফুল্ল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্যে সূত্রে জানা যায়।
গত ১৩/০৩/২২ তারিখে চাম্পাফুল গ্রামের নজরুল ইসলামের পুত্র কথিত সাংবাদিক পরিচয় দানকারী আমিরুল ইসলাম। চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় অফিস কক্ষে প্রবেশ করে। এবং নিজেকে সাংবাদিক বলে জাহির করে। এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সাথে সাংবাদিক পরিচয়দানকারী আমিরুল ইসলাম বলেন। আপনারা স্কুলের পাঁচিল বরাবর দোকান বানাচ্ছেন। এটা কোন নিয়ম নাই এটা সম্পূর্ণ দুর্নীতি ভাবে আপনারা ব্যবসার জন্য তৈরি করছেন। এমন কথা জবাবে প্রধান শিক্ষক কথিত সাংবাদিক আমিরুল ইসলামকে বলেন আমি স্কুল ম্যানেজিং কমিটির মিটিং সবার সিদ্ধান্তক্রমে স্কুলের উন্নয়নের কাজে ব্যবহারের জন্য দোকান বানানোর অনুমোদন হয়েছে এবং আমার দোকান তৈরীর জন্য রেজুলেশন আছে।
কথিত সাংবাদিক আমিরুল বারবার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, স্কুলের অফিস প্রধান ইয়াসিন আলীর কাছে চাঁদা দাবি করেন।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এবং অফিস প্রধান ইয়াছিন আলী কথিত সাংবাদিক আমিরুলকে টাকা না দেওয়ার কথা জানিয়ে দেন। কথিত সাংবাদিক আমিরুল স্কুলের বিরুদ্ধে এবং শিক্ষকদের বিরুদ্ধে নিউজ করবে বলে জানান।
আমিরুল শিক্ষকদের বিভিন্ন অকথ্য ভাষায় গালমন্দ সহ বারবার হুমকি দিতে থাকে। এ সময় শিক্ষকদের সাথে চরম বাকবিতণ্ডা সৃষ্টি হয় একপর্যায়ে শিক্ষকরা আমিরুল ইসলাম তিনি কোন পত্রিকায় কাজ করে এমন পরিচয় জানতে চাইলে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।

চম্পাফুল আচার্য প্রফুল্ল মাধ্যমিক বিদ্যাপিঠ কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে অবস্থিত এবং কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে স্কুলের সকল কার্যক্রম চালু থাকা সত্ত্বেও আশাশুনি থানার আইন-শৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে কালীগঞ্জ থানার গণ্ডি পার হয়ে কথিত সাংবাদিক আমিরুল আশাশুনি থানায় স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

একপর্যায়ে কথিত সাংবাদিক আমিরুল ইসলাম আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে। আশাশুনি থানায় গিয়ে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন চম্পাফুল আচর্য মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ থানা শিক্ষা অফিস নিয়ন্ত্রন করলেও স্কুলটি আশাশুনি থানা এরিয়ায় অবস্থিত বলে আমি মনে করি। এইজন্য আশাশুনি থানায় মামলাটা রেকর্ড করা হয়েছে।


রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন ড. বশির উদ্দিন । ১৩ই মার্চ বুধবার বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আতিকুজ্জামান ভুইয়া, নির্বাচন কমিশনার হুমায়ূন কবির ও ইমদাদুল হক শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন ড. বশির উদ্দিন।

গত ৩১ জানুয়ারি,২০২৪ সালে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য (নীলদল)থেকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাদ্দাম হোসেন।

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক ১ ফেব্রুয়ারী,২০২৪ থেকে এই বিশ্ববিদ্যালয়য়ে কর্মরত না থাকায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ২ নং ধারা অনুযায়ী সদস্য পদ হারানোর ফলে সাধারণ সম্পাদক পদ শূণ্য ঘোষিত হয়।

নির্বাচন কমিশনারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২৪ গত ০৫/০৩/২০২৪ একটি সাধারন সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে (সাধারণ সম্পাদক পদ) উপ- নির্বাচন- ২০২৪ নিমিত্তে নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুসারে ০৬/০৩/২০২৪ তফসিল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে গত ১১ থেকে ১২ মার্চ ২০২৪ এ কমিশনের নিকট উক্ত পদে ২টি মনোনয়ন পত্র দাখিল করা হয়। উল্লেখ্য যে, একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক (৮ এর জ), আর কোন প্রতিযোগী (একাধিক) প্রার্থী না থাকায় নিম্নলিখিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী (নীল দলের) প্রার্থীর মনোনয়ন বহাল থাকায় কমিশন তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করে। উক্ত ধারা অনুযায়ী যেহেতু সাধারন সম্পাদক পদে আর ভোট অনুষ্ঠানের প্রয়োজন নেই, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী (নীল দলের)’ প্রার্থী ড. বশির উদ্দিন কে সাধারন সম্পাদক পদে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলো।”

শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড.বশির উদ্দিন বলেন, শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের সংগ্রামে সবসময় সোচ্চার থাকবো,বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকল শিক্ষককে সাথে নিয়ে প্রশাসনের জন্য প্রেসার গ্রুপ হয়ে নিরালসভাবে কাজ করে যাবো,সর্বোপরি শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ছড়িয়ে দিয়ে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্বমানের মডেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবো।

উল্লেখ্য যে, ১ বছর মেয়াদে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ড. বশির উদ্দিন

বিজয় দিবসের অনুষ্ঠানে বংশীপুরের ঐতিহ্য শহীদদের স্মৃতি বিজড়িত আজাদ মঞ্চে এমপি জগলুল হায়দার।

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর প্রতিনিধি।
৫ দিনব্যাপী মহান বিজয় দিবসের চতুর্থ দিনে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শহীদদের স্মৃতি বিজড়িত সাবেক চেয়ারম্যান মরহুম আজাদ গাজীর স্মৃতি বিজড়িত আজাদ মঞ্চে বিজয় দিবস ২০২২ উপলক্ষে নকআউট ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার প্রাণপুরুষ জননন্দিত জননেতা জন বন্ধু খ্যাত জনাব এস এম জগলুল হায়দার এমপি মহোদয়।
গতকাল ১৯শে ডিসেম্বর সোমবার ৫দিনব্যাপী মহান বিজয় দিবসের চতুর্থ দিনে দুপুরে ১টা থেকে ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ঈশ্বরীপুর শহীদ মিনার চত্বরে আজাদ মঞ্চে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিভিন্ন বাহিনী থেকে আগত সেনাবাহিনী বিমান বাহিনী বিজেপি থেকে আগত খেলোয়াড়দের সমন্বয়ে নকআউট টুর্নামেন্টে শ্রীফলকাটি দি নিউ জেনারেশন ক্লাব বনাম খানপুর ভলিবল দল ও ঈশ্বরীপুর মহান স্পোর্টিং ক্লাব বনাম গোয়ালপোতা যুব সংঘ এর মধ্যে অনুষ্ঠিত হয় প্রত্যেকটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে দিয়ে শ্রীফলকাটি নিউ জেনারেশন ক্লাব ও ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর মোহামেডান ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ২/০ সেটে দি নিউ জেনারেশন ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব।
জাঁকজমকপূর্ণ এই খেলায় ঈশ্বীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শুকর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন । উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিসেস মাসুদা খানম মেধা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদ আইয়ু ডলি শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল নুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা বাবু শ্যামনগর উপজেলা নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ) জনাব ছানোয়ার হোসাইন হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন জাগো যুবক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন খেলার ধারাভাষ্য কার ছিলেন মোহাম্মদ শাহজাহান সিরাজ।
৫দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে মঙ্গলবার সন্ধ্যা থেকে বেশি-বিদেশি খেলোয়ারদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আজাদ মঞ্চে এমপি জগলুল হায়দার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d