টাঙ্গাইলে র‍্যাবের হাতে ১৩ জুয়ারী আটক !!

টাঙ্গাইলে র‍্যাবের হাতে ১৩ জুয়ারী আটক !!

মোহাম্মদ হাসান আলী, , টাঙ্গাইলঃ

জেলার পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ এস এস সামাজিক ও সাংস্কৃতিক সংঘের টিনসেড ঘরে সরাসরি জুয়ার আসর হতে ১৩ জুয়ারীকে আটক করেছেন র‍্যাব ১২।
র‍্যাব ১২ সিপিসি ৩ টাঙ্গাইল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরসাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান আজ রোববার ১৮ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ এস এস সামাজিক ও সাংস্কৃতিক সংঘের অফিস ঘরে অভিযান চালিয়ে সরাসরি জুয়ার আসর হতে হাতেনাতে ১৩ জুয়ারি কে আটক করেন এ সময় তাদের নিকট হতে জুয়া খেলার একসেট তাস ও নগদ এগার হাজার সাতশত ত্রিশ টাকা জব্দ করেন। আটককৃতরা হলেন বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (২৪), মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ সোহেল মিয়া (৩০), মাইসানন্দলাল এলাকার মৃত ইমান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার মোঃ ইমান আলীর ছেলে মোঃ ওসমান গনি(২৮), মৃত কদম আলীরছেলে মোঃ ফিরজ মিয়া (৪৮), মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ রিফাত মিয়া (১৯), মোঃ বেপারীর ছেলে মোঃ আব্দর রহমান (২৫), মৃত ওমর আলীর ছেলে মোঃ রানা মিয়া (২৬), মোঃ হোসেনের ছেলে মোঃ ইমান মিয়া(২০), দুলাল চৌহানের ছেলে রিপন চৌহান (২০), মোঃ হজরত আলীর ছেলে মোঃ শাকিল মিয়া(২৪) ও মোঃ সাওন (১৯)। সিপিসি ৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরসাদুর রহমান জানান তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

One response to “টাঙ্গাইলে র‍্যাবের হাতে ১৩ জুয়ারী আটক !!”

  1. Generate Income says:

    Here’s How TOP 1% Of Marketers Make Profits

    Hey,

    Did you know… that Online Learning is the quickest growing market in the education industry with a whopping 900% growth rate since 2000?

    You’ve already left a lot of money on the table (and are leaving even more with each passing day) if you haven’t tapped into this market.

    Click here to see how the TOP MARKETERS are doing it. https://bit.ly/Generate_Income

Leave a Reply to Generate Income Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d