বানিয়াচংয়ে আদর্শবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ বাচ্চু সভাপতি, হাফিজুর সম্পাদক
বানিয়াচংয়ে আদর্শবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ বাচ্চু সভাপতি, হাফিজুর সম্পাদক

বানিয়াচংয়ে আদর্শবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ বাচ্চু সভাপতি, হাফিজুর সম্পাদক

ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥ হবিগঞ্জ বানিয়াচং আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০ জুন রবিবার বানিয়াচং আইডিয়েল কলেজে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক সাধারন সম্পাদক সেরুউজ্জামান খান বাচ্চু সভাপতি ও মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমান বিপুল ভোটের ব্যবধানে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালন করেন প্রিসাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, পুলিং অফিসার শিক্ষক মোঃ ফারুক মিয়া, আবুল মনছুর তুহিন, ও ফজল উল্লা খান।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, সহযোগী সদস্য মছলন্দ আলী ও আশরাফুল করিম। সার্বিক আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বানিয়াচং থানার এসআই গৌতম সরকার, এসআই সঞ্জয় রায় ও এসআই ইদ্রিছ আলীর নেতেৃত্বে একদল পুলিশ সদস্য।
সাংবাদিকদের মধ্যে নির্বাচন পর্যক্ষেন করেছেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সোনালী বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আবদাল মিয়া, দৈনিক দেশ চিত্র’র উপজেলা প্রতিনিধি ইশতিয়াক আহমদ লিলু,গণটিভি ও বিডি ষ্টার টিভির হবিগঞ্জ ব্যুরো প্রধান এস এম খলিলুর রহমান রাজু, বাংলা কণ্ঠ’র বানিয়াচং প্রতিনিধি আরিফুল রেজা প্রমুখ।
রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে নির্বাচন পর্যক্ষেন করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমির হোসেন মাষ্টার, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ১নং উত্তর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচারসম্পাদক আসাদুর রহমান খান, আওয়ামীলীগ নেতা মুত্তাকিম বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন খানসহ সাংবাদিক রাজনৈতিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় আদর্শবাজারের সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি সেরুউজ্জামান খান বাচ্চু ও সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমান। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d