জামালপুর জেলার করোনা সর্বশেষ পরিস্থিতি – গণ টেলিভিশন
জামালপুর জেলার করোনা সর্বশেষ পরিস্থিতি – গণ টেলিভিশন

জামালপুর জেলার করোনা সর্বশেষ পরিস্থিতি – গণ টেলিভিশন

জেলা প্রতিনিধি ,০৩/০,৭/২১
—————————————
প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৩৩ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৩৮ টি নমুনা পরীক্ষায় ৪ জন অর্থাৎ মোট ২৩৫ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৮ জন (জামালপুর সদর উপজেলা- ৩৩ জন, মেলান্দহ উপজেলা- ১ জন, মাদারগঞ্জ উপজেলা- ৩ জন, ইসলামপুর উপজেলা- ৩ জন, সরিষাবাড়ী উপজেলা- ৫ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ১ জন ও বকশীগঞ্জ উপজেলা- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৯৭০ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- শাহাপুর ৩ জন, চামড়া গুদাম, মিয়াপাড়া, বেলটিয়া ২ জন, শরীফপুর ২ জন, কাচারীপাড়া ২ জন, বাঁশচড়া, বটতলা, লাঙ্গলজোড়া, বারুয়ামারী, জেনারেল হাসপাতাল, ইকবালপুর, আমলাপাড়া ২ জন, গেইটপাড়, দেওয়ানপাড়া, GRP থানা, দরিপাড়া, রশিদপুর, পাথালিয়া, বাগেরহাটা, নয়াপাড়া, লাহেড়ী কান্দা, মুকুন্দবাড়ী, রঘুনাথপুর, নান্দিনা ২ জন ও জামালপুর সদর।

মেলান্দহ উপজেলা- রুহিলী।

মাদারগঞ্জ উপজেলা- মাদারগঞ্জ, কামারপাড়া ও নলসিয়া।

ইসলামপুর উপজেলা- ইসলামপুর ২ জন ও চর চরিয়া।

সরিষাবাড়ী উপজেলা- সাতপোয়া ২ জন, রঘুনাথপুর, কামরাবাদ ও ধানাটা।

দেওয়ানগঞ্জ উপজেলা- পূর্ব কাদলাপাড়া।
বকশীগঞ্জ উপজেলা- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (UH&FPO সহ)।

সর্বশেষ সুস্থ ৩৬ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ২৯ জন, মেলান্দহ উপজেলা ২ জন, ইসলামপুর ১ জন ও সরিষাবাড়ী উপজেলা ৪ জন)।
সর্বমোট সুস্থ ২৪৫৩ জন।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৫১ জন।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।

সর্বশেষ নমুনা পরীক্ষা ২৩৫ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ২৫৭২৭ টি।

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন।

সঠিক নিয়মে মাস্ক পরুন।
স্বাস্থ্য বিধি মেনে চলুন।জামালপুর জেলার করোনা পরিস্থিতি ।গণ টেলিভিশন জেলা প্রতিনিধি ,০৩/০৬/২১
——————————————-
প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৩৩ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৩৮ টি নমুনা পরীক্ষায় ৪ জন অর্থাৎ মোট ২৩৫ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৮ জন (জামালপুর সদর উপজেলা- ৩৩ জন, মেলান্দহ উপজেলা- ১ জন, মাদারগঞ্জ উপজেলা- ৩ জন, ইসলামপুর উপজেলা- ৩ জন, সরিষাবাড়ী উপজেলা- ৫ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ১ জন ও বকশীগঞ্জ উপজেলা- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৯৭০ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- শাহাপুর ৩ জন, চামড়া গুদাম, মিয়াপাড়া, বেলটিয়া ২ জন, শরীফপুর ২ জন, কাচারীপাড়া ২ জন, বাঁশচড়া, বটতলা, লাঙ্গলজোড়া, বারুয়ামারী, জেনারেল হাসপাতাল, ইকবালপুর, আমলাপাড়া ২ জন, গেইটপাড়, দেওয়ানপাড়া, GRP থানা, দরিপাড়া, রশিদপুর, পাথালিয়া, বাগেরহাটা, নয়াপাড়া, লাহেড়ী কান্দা, মুকুন্দবাড়ী, রঘুনাথপুর, নান্দিনা ২ জন ও জামালপুর সদর।

মেলান্দহ উপজেলা- রুহিলী।

মাদারগঞ্জ উপজেলা- মাদারগঞ্জ, কামারপাড়া ও নলসিয়া।

ইসলামপুর উপজেলা- ইসলামপুর ২ জন ও চর চরিয়া।

সরিষাবাড়ী উপজেলা- সাতপোয়া ২ জন, রঘুনাথপুর, কামরাবাদ ও ধানাটা।

দেওয়ানগঞ্জ উপজেলা- পূর্ব কাদলাপাড়া।
বকশীগঞ্জ উপজেলা- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (UH&FPO সহ)।

সর্বশেষ সুস্থ ৩৬ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ২৯ জন, মেলান্দহ উপজেলা ২ জন, ইসলামপুর ১ জন ও সরিষাবাড়ী উপজেলা ৪ জন)।
সর্বমোট সুস্থ ২৪৫৩ জন।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৫১ জন।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।

সর্বশেষ নমুনা পরীক্ষা ২৩৫ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ২৫৭২৭ টি।

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে ফ্রী নমুনা প্রদান করুন।

সঠিক নিয়মে মাস্ক পরুন।
স্বাস্থ্য বিধি মেনে চলুন।

তথ্যসূত্র: সিভিল সার্জন অফিস জামালপুর ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসেছে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল।
মঙ্গলবার(১৪মে) সফরকারী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধিকর্তা অধ্যাপক বিবেক নন্দ সাইকিয়ার নেতৃত্বে এই প্রতিনিধিদল সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয় ও উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আরো আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে প্রতিনিধিদলের অপর সদস্য ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ভূপেন শর্মা, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউসার হোসেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবি সফরে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d