কোভিড-১৯ টিকা দেয়ার ক্ষেত্রে কোন অনিয়ম করলেই ব্যবস্থা ॥ ইউএনও মাসুদ রানা
কোভিড-১৯ টিকা দেয়ার ক্ষেত্রে কোন অনিয়ম করলেই ব্যবস্থা ॥ ইউএনও মাসুদ রানা

কোভিড-১৯ টিকা দেয়ার ক্ষেত্রে কোন অনিয়ম করলেই ব্যবস্থা ॥ ইউএনও মাসুদ রানা

এস এম খলিলুর রহমান (রাজু) ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥ হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা বলেছেন, কোভিড-১৯ টিকার নিবন্ধন করাসহ যেকোন ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম করলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে অনিয়ম পরিলক্ষিত হলেই তাৎক্ষণিক অবগত করার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান। আগামী ৭ আগষ্ঠ থেকে বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নে একযোগে কোভিড-১৯ টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে অনলাইনে জুম মিটিংয়ে সভাপতির বক্তব্য প্রদান কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধরী বলেছেন, সরকার চাচ্ছেন ২৫ বছরের উর্ধ্বে সকল নারী-পুরুষকে টিকার আওতায় আনতে। সেক্ষেত্রে ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান সাহেবদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন ক্ষেত্রেই যেন টিকা গ্রহিতা হয়রানির শিকার না হন সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা খাতুন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, এরশাদ আলী, জয়কুমার দাশ, আহাদ মিয়া, লুৎফুর রহমান, আনুয়ার হোসেন প্রমুখ। এছাড়া দৈনিক মানবজমিনের বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের উদ্যোক্তরা মিটিংয়ে অংশ নেন।
এব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা খাতুন জানান, আগষ্ট মাসের ৭,১০ও ১২ তারিখে মোট তিনদিন উপজেলার ১৫টি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৬ শ করে তিনদিনে ১ হাজার ৮শত ২৫ বছর উর্ধ্ব সকল নারী পুরুষকে টিকার আওতায় আনা হবে।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা অনুযায়ী প্রথম ধাপে ৭, ১০ও ১২ আগষ্ঠ
১নং উত্তর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিকা দেয়ার স্থান ইউনিয়ন পরিষদ ভবন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয়, ৬নং কাগাপাশা ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি সরকারি প্রাথমিক
বিদ্যালয়, ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং পুকড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন, ১০ নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১নং মক্রমপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন, ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর দাখিল মাদ্রাসা, ১৪নং মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন ড. বশির উদ্দিন । ১৩ই মার্চ বুধবার বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আতিকুজ্জামান ভুইয়া, নির্বাচন কমিশনার হুমায়ূন কবির ও ইমদাদুল হক শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন ড. বশির উদ্দিন।

গত ৩১ জানুয়ারি,২০২৪ সালে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য (নীলদল)থেকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাদ্দাম হোসেন।

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক ১ ফেব্রুয়ারী,২০২৪ থেকে এই বিশ্ববিদ্যালয়য়ে কর্মরত না থাকায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ২ নং ধারা অনুযায়ী সদস্য পদ হারানোর ফলে সাধারণ সম্পাদক পদ শূণ্য ঘোষিত হয়।

নির্বাচন কমিশনারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২৪ গত ০৫/০৩/২০২৪ একটি সাধারন সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে (সাধারণ সম্পাদক পদ) উপ- নির্বাচন- ২০২৪ নিমিত্তে নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুসারে ০৬/০৩/২০২৪ তফসিল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে গত ১১ থেকে ১২ মার্চ ২০২৪ এ কমিশনের নিকট উক্ত পদে ২টি মনোনয়ন পত্র দাখিল করা হয়। উল্লেখ্য যে, একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক (৮ এর জ), আর কোন প্রতিযোগী (একাধিক) প্রার্থী না থাকায় নিম্নলিখিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী (নীল দলের) প্রার্থীর মনোনয়ন বহাল থাকায় কমিশন তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করে। উক্ত ধারা অনুযায়ী যেহেতু সাধারন সম্পাদক পদে আর ভোট অনুষ্ঠানের প্রয়োজন নেই, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী (নীল দলের)’ প্রার্থী ড. বশির উদ্দিন কে সাধারন সম্পাদক পদে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলো।”

শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড.বশির উদ্দিন বলেন, শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের সংগ্রামে সবসময় সোচ্চার থাকবো,বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকল শিক্ষককে সাথে নিয়ে প্রশাসনের জন্য প্রেসার গ্রুপ হয়ে নিরালসভাবে কাজ করে যাবো,সর্বোপরি শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ছড়িয়ে দিয়ে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্বমানের মডেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবো।

উল্লেখ্য যে, ১ বছর মেয়াদে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ড. বশির উদ্দিন

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d